ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান দ্বৈরথ আজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ মে, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ আরো একটি আবাহনীমোহামেডান দ্বৈরথ। যদিও সাম্প্রতিক বছর আবাহনীর সাথে মোটেও পেরে উঠছেনা মোহামেডান। আজকের ম্যাচেও ফেবারিট হিসেবে মাঠে নামছে আবাহনী। কারন লিগের প্রথম পর্ব শেষে ১১ ম্যাচের দশটিতেই জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে আবাহনী। আর ১১ মাচের ৬টিতে জিতে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে মোহামেডান। দু দলের পয়েন্টের ব্যবধান সাত। এমতাবস্থায় আজ শুরু হচ্ছে সুপার লিগের লড়াই। প্রথম দিনই আবাহনীর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। লিগ পর্বের দেখায় আবাহনীর কাছে ছয় উইকেটে হারতে হয়েছিল সাদাকালোদের। তবে ঐতিহ্যের লড়াইয়ে এবার ভালো ক্রিকেট খেলে আজ জিততে চায় মোহামেডান। দলের অধিনায়ক ইমরুল কায়েস গতকাল সাংবাদিকদের বলেন, আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারিনি। চেষ্টা করবো আগে যে ভুলগুলো করেছি সেগুলো শোধরানোর। ভালো শুরু পেলে এবার বড় রান করার চেষ্টা করবো। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। এদিকে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ও মনোবল তুঙ্গে আবাহনীর। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কন্ঠে তাই আশার বাণী। তিনি বলেন আমরা এখন পর্যন্ত লিগে খুব ভালো খেলে এসেছি। এছাড়া আমাদের খুব গোছানো একটা দল আছে। আর সে কারনেই আমরা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। এছাড়া সাকিব, মিরাজ, রনি তালুকদার ও লিটন বিহীন মোহামেডানের বিপক্ষে নিজ দলের সম্ভাবনাও বেশি দেখছেন আবাহনী অধিনায়ক। সাকিব, রনি তালুকদার, মিরাজ ছাড়া মোহামেডান যেভাবে চেয়েছে সেভাবে রেজাল্ট পায়নি। যদিও দলে রিয়াদরা ছিল। সাকিব আসার পর দলের অবস্থান ভালো দিকে গেছে এবং তারা সুপার লিগে উঠেছে। এখন তারা নেই। এটা অবশ্যই তাদের জন্য একটা ডিজএডভান্টেজ। মেইন খেলোয়াড়দের তারা পাচ্ছে না। আর অবশ্যই এটা আমাদের জন্য একটা এডভান্টেজ। তারপরও মোহামেডানকে খাটো করে দেখার কিছু নেই। ওদের দলে বেশ ভাল কিছু প্লেয়ার আছে যারা একা ম্যাচ জেতাতে পারে। কাজেই এখন দেখার বিষয় মোহামেডান পারে কিনা প্রথম পর্বে হারের প্রতিশোধ নিতে। নাকি আবাহনী তাদের জয়ের ধারা অব্যাহত রাখে।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারদের জন্য ১২০টি পরোটা বানিয়েছিলেন প্রীতি জিনতা
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ