ঢাকার ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আজাদী অনলাইন | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৪৮ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে আহত ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সবশেষ খবর পাওয়া পর্যস্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন চেষ্টা করছে।

এর আগে গতকাল শনিবার রাতে মুখোমুখি অবস্থান নিয়ে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এরমধ্যে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ছাত্রলীগের একাংশ।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীতে ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে উল্টোপথের প্রাইভেটকার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু