ড. এন এন সেন ও আইনস্টাইন

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসী জানেন কী? এই চট্টলারই এক কৃতী সন্তান বিজ্ঞান বিষয়ের অসাধারণ মৌলিক গবেষণা সন্দর্ভের (থিসিস) জন্য বিংশ শতাব্দীর সূচনা পর্বে বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের হাত থেকে ডক্টরেট ডিগ্রী (পিএইচ.ডি) অর্জন করেছিলেন – যিনি তাঁর (গবেষকের) গবেষণা কর্মের অসাধারণ গভীরতা ও মৌলিকত্বের কারণে এতই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁকে উচ্চতর ডি.এসসি,(ডক্টর অব সায়েন্স) ডিগ্রী প্রদানের জন্য সুপারিশ করেছিলেন। চট্টলার এই বিস্ময়কর প্রতিভাই ১৯১২ খৃস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত, “ম্যাট্রিকুলেশান” পরীক্ষায় সমগ্র অবিভক্ত বাংলায় (পশ্চিমবঙ্গ+বাংলাদেশ) সকল পরীক্ষার্থীদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছিলেন। তাঁর সেই পরীক্ষার “রেজাল্ট শীট” চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুলে এখনও রক্ষিত আছে। এই অসাধারণ কৃতিত্বে উচ্ছ্বসিত ও গর্বিত পিতা এই বিস্ময়কর মেধাবী সন্তানকে উচ্চতর শিক্ষার জন্য নিয়ে যান চট্টগ্রাম থেকে কলকাতায়-যেখানে মাষ্টার ডিগ্রী পর্যন্ত প্রতিটি উচ্চস্তরের শিক্ষার পরীক্ষায় তিনি প্রথম ছাড়া কোনটিতে ‘দ্বিতীয় হননি। চট্টগ্রাম জেলার ইতিহাসের এই অতুলনীয় প্রতিভাধর সন্তান হচ্ছেন- রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের অন্তর্গত কোয়েপাড়া গ্রামের স্বর্গীয় এ্যাডভোকেট (চট্টগ্রাম জজ কোর্টের) রজনী কান্ত সেনের পুত্র ডক্টর এন,এন,সেন (ডক্টর নৃপেন্দ্র নাথ সেন) এম,এসসি, পিএইচ,ডি। সমগ্র কর্মজীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধারে গণিত শাস্ত্রের ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপকের পদের এবং পরীক্ষা-নিয়ন্ত্রকের দায়িত্ব পালনকালে তিনি একজন মহান ব্যক্তি হিসেবে সকলের নিকট অতীব শ্রদ্ধাভাজন ছিলেন। ভারত সরকারের প্রদত্ত ‘পদ্মশ্রী’ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত ডক্টর এন, এন, সেন পরিণত বয়সে স্বাধীন ভারতের কলকাতায় প্রয়াত হন।
অধ্যক্ষ জসীম উদ্দীন হায়দার চৌধুরী – কোয়েপাড়া।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : আজীবন ত্যাগী ও বিপ্লবী
পরবর্তী নিবন্ধপোশাক