ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রচারণা ক্যাম্পেইন উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

দেওয়ান বাজার এলাকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রনে বিশেষ প্রচারণা ক্যাম্পেইনে উদ্বোধন করেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সিদ্দিকী, আবদুল্লা আল হারুন, মো. সালাউদ্দিন, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মো. মঞ্জুরুল হক, মো. মোতাহের হোসেন চৌধুরী, বিকাশ দাশ, মো. মিয়া, কাজী শওকত আলী চৌধুরী, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। আপনার বাড়ির আঙ্গিনা, বাড়ির ছাদ, স্কুল-কলেজ, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-প্রতিষ্ঠান এই সব স্থানে এডিস মশা জন্ম নিতে পারে এমন সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : চট্টগ্রাম সিটি কর্পোরেশন কেন্দ্রিয়ভাবে গতকাল বুধবার থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অধ্যাক মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। কারণ এডিস মশা জন্ম হয় বর্ষার স্বচ্ছ পানিতে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যাতে স্বচ্ছ পানি জমে না থাকে। যেমন ডাবের খোসা, টায়ার, বালতি, ফুলের টবসহ যেসকল পাত্রে পানি জমে থাকে তা দ্রুত অপসারণ করা। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি সকলকে ঘর-বাড়ির আশপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন হতে হবে। তিনি এলাকাবাসীর সচেতনতার জন্য স্থানীয় জনসাধারণ ও স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নুরুজ্জামান সান্টু, মো. শাহনেওয়াজ, নোয়াব আলী মিয়া, মনোতোষ বড়ুয়া, মো. ফরিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ফার্মেসির গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধচবি নিরাপত্তা প্রহরীদের অস্ত্র প্রশিক্ষণের সনদ বিতরণ