চবি নিরাপত্তা প্রহরীদের অস্ত্র প্রশিক্ষণের সনদ বিতরণ

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চবি জীব বিজ্ঞান অনুষদের দক্ষিণ-পশ্চিম পাহাড়ি এলাকায় চবি নিরাপত্তা দপ্তরের প্রহরীদের অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে নিরাপত্তা প্রহরীদের মাঝে সনদ বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। দিসি নিরাপত্তা দপ্তরের সকল প্রহরীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর ও চবি নিরাপত্তা প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন চবি সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম, মুহাম্মদ ইয়াকুব, গোলাম কুদ্দুস লাবলু, মো. শাহরিয়ার বুলবুল তন্ময়, চবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুমন, আনসার পিসি আবদুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রচারণা ক্যাম্পেইন উদ্বোধন
পরবর্তী নিবন্ধদুর্দিনে যারা পাশে থেকেছেন তাদের মূল্যায়ন করা হবে