ডুনের জয়জয়কার, সেরা চলচ্চিত্র কোডা

সেরা অভিনেতা উইল স্মিথ, সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টাইন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ঘটনাবহুল ৯৪তম আসরের সেরা সিনেমার পুরস্কার জিতে বাজিমাৎ করেছে ‘কোডা’। সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার আগে সঞ্চালককে চড় মেরে আলোচনায় উইল স্মিথ। এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অধিকার কর্মী ট্যামি ফায়ে বাকেরের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টাইন। এছাড়া সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ডুনের জয়জয়কার। তবে সর্বাধিক ছয় বিভাগে পুরস্কার জিতেও সেরা চলচ্চিত্রের মর্যাদা না পাওয়ার হতাশায় ‘ডুন’। গত রোববার হলিউডের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়। অস্কারে এবার সেরা যারা : সেরা চলচ্চিত্র: কোডা, সেরা পরিচালক: জেন কাম্পিয়ন (দ্য পাওয়ার অফ দ্য ডগ), সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড) সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফে), সেরা সহ অভিনেতা: ট্রয় কটসুর (কোডা), সেরা সহ অভিনেত্রী: আরিয়ানা দেবোস (ওয়েস্ট সাইড স্টোরি), সেরা অ্যানিমেশন: এনকান্ত, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (পূর্ণদৈর্ঘ্য): ড্রাইভ মাই কার, সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য): সামার অব সোল, সেরা তথ্যচিত্র (সংক্ষিপ্ত): দ্য কুইন অব বাস্কেটবল, সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই, সেরা মৌলিক চিক্রনাট্য: বেলফাস্ট, সেরা আত্মীকৃত চিত্রনাট্য: কোডা, সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন, সেরা সিনেম্যাটোগ্রাফি: ডুন, সেরা শব্দ গ্রহণ: ডুন, সেরা সংগীত: ডুন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডুন, সেরা সম্পাদনা: ডুন, সেরা পরিচ্ছদ পরিকল্পনা: ক্রুয়েলা, সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই, সেরা মেকআপ ও কেশসজ্জা: দ্য আইজ অব ট্যামি ফায়ে। ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’, ‘স্পেনসারে’র মতো প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথমবার একটি স্ট্রিমিং প্ল্যাটফরমের চলচ্চিত্র ‘কোডা’ অস্কার জিতে ইতিহাস গড়েছে। সিয়ান হেডারের রচনা ও পরিচালনায় নির্মিত কোডা একটি মেয়ের গল্প নিয়ে আবর্তিত, যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণ ক্ষমতা রয়েছে। জোনস নামের সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া জোনস। সিএনএন জানিয়েছে, কোডা এবারের অস্কার আসরে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জোনসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয়ি কোটসুর। অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হল। এর আগে প্রথম বধির শিল্পী হিসেবে মারলি ম্যাটলিন ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেসার গড’ সিনেমায় অস্কার জিতে নেন। সেরা অভিনেতা উইল স্মিথ : ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার। এ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা রিচার্ড উইলিয়ামসের চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। পুরস্কার নিতে মঞ্চে এসে কেঁদে ফেলেন তিনি। সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টাইন : ‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন। জীবনীনির্ভর সিনেমা ‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ এ ট্যামি ফায়ে বাকেরের চরিত্রটি ফুটিয়ে তোলেন জেসিকা, যিনি মৃত্যুর আগ পর্যন্ত এলজিবিটিকিউ সম্প্রদায়ের একজন সক্রিয় অধিকার কর্মী ছিলেন। পুরস্কার নেওয়ার সময় জেসিকা বলেন, আমরা সবাই আশা করি, আমরা যেমন, আমরা যাকে ভালোবাসি সবাই যেন সেভাবেই আমাদের গ্রহণ করে, এবং এমন একটা জীবন প্রত্যাশা করি যেখানে সহিংসতা বা আতঙ্কের ভীতি থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধপরীমণির অসুস্থতার বিষয়ে কী জানালেন চয়নিকা চৌধুরী?
পরবর্তী নিবন্ধনায়ক শিপন, সঙ্গে সুস্মিতা