ডা. সাবরিনার জামিন আবেদন জজ আদালতে ফের নাকচ

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইনের জামিনের আবেদন আবারও নাকচ করেছে বিচারিক আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তপস পাল জানান। শুনানিতে সাবরিনার আইনজীবী প্রণব কান্তি ভৌমিক বলেন, আসামি প্রায় ৮ মাস কারাগারে আছেন। তাকে কারাগারে রেখে বিচার শেষ করতে হবে এমন কথা আইনে নেই। তাই তার জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করার পাশাপাশি জামিনের জন্য হাই কোর্টে আবেদনের পরামর্শ দিয়েছেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জজ আদালতে সাবরিনার জামিন আবেদন খারিজ হলে তিনি হাই কোর্টে আসেন। কিন্তু দুই প্রথম দফায় দুই বেঞ্চে তার আবেদন খারিজ হয়ে যায়। জালিয়াতির এ মামলা হাকিম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যও নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, বেড়েছে আসন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাষণ ছিল বাঙালির যুদ্ধজয়ের প্রেরণা