ডা. জাফরুল্লাহকে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদ ও বীর মুক্তিযোদ্ধারা। গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধারা বলেন, গত ২৬ জুন জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির বিদেশে অবস্থানকারী নেতার নেতৃত্ব সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য রাখার সময় ছাত্রদলের একজন নেতা ও তার সঙ্গীরা বাধা প্রদান করে। এ সময় অশালীন মন্তব্য ও হুমকি দেন। ছাত্রদল নেতাদের এমন আচরণ ও হুমকি প্রদানে আমরা উদ্বিগ্ন। ১৯৭১ সালে আমরা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, তা আজ দুঃস্বপ্ন। আজকের দুর্বিষহ অবস্থার প্রেক্ষিতে যেখানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন সেখানে ছাত্রদল নেতাদের এমন আচরণে তা বাধাগ্রস্ত হবে।
বিবৃতিদাতারা হলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম বীর প্রতীক, ফারুক-ই-অযম বীর প্রতীক, ইশতিয়াক আজিজ উলফত, শেখ রফিকুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট সুলতান আলম মল্লিক, এম এ শহীদ, হাবিবুর রহমান, আবুল বাশার ও অ্যাডভোকেট মজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালীপুরে ৩৫০ পরিবারে নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১০ হাজার চারা বিতরণ