ডালিমের হ্যাটট্রিকে সিটি কর্পোরেশনের বড় জয়

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই অফিস দলের খেলায় ডালিম বর্মনের হ্যাট্রিকের কৃতিত্বে সিটি কর্পোরেশন ৬-১ গোলে বি.সি.আই.সি ক্রীড়া সংসদকে পরাজিত করে। লিগে এটি টানা দ্বিতীয় জয় সিটি কর্পোরেশনের অন্যদিকে বিসিআইসির টানা দ্বিতীয় পরাজয়। গতকালের খেলায় সিটি কর্পোরেশন প্রথম গোল হজম করলেও পরবর্তীতে একে একে অর্ধডজন গোল করে তারা। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। খেলার ৩ মিনিটে বিসিআইসি আবদুল্লাহর দেয়া গোলে এগিয়ে যায়। ১২ মিনিটে সে গোল শোধ করে দেন সিটি কর্পোরেশনের অধিনায়ক বোরহান উদ্দিন। ২০ মিনিটে এগিয়ে যায় সিটি কর্পোরেশন। মেজবাহউদ্দিনের ফ্রি কিক থেকে হেড করে গোল করেন ডালিম বর্মন। চার মিনিট বাদে সমতা ফেরানোর সুযোগ পায় বিসিআইসি। পেনাল্টি লাভ করে তারা। কিন্তু মাসুদের নেয়া পেনাল্টি শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ফলে সমতা ফেরানোর সুযোগ থেকে বঞ্চিত হয় বিসিআইসি। দ্বিতীয়ার্ধে সিটি কর্পোরেশন গোল উৎসবে মেতে উঠে। ডালিম বর্মন এ অর্ধের ১০, ১৯ এবং ২৪ মিনিটে আরো তিনটি গোল করেন। এতে করে লিগের প্রথম হ্যাট্রিকের গৌরব অর্জন করেন তিনি। প্রথম খেলায় ১টি এবং দ্বিতীয় খেলায় ৪টি মোট ৫টি গোল করেছেন তিনি দুই খেলায়। ৩৬ মিনিটে সিটি কর্পোরেশনের বদলি খেলোয়াড় ফাহিম উদ্দিন সোহেল আরো একটি গোল করলে ৬-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ত্যাগ করে সিটি কর্পোরেশন একাদশ। বিসিআইসি তাদের প্রথম খেলার চাইতে তুলনামূলক ভালো খেললেও সিটি কর্পোরেশনের মুহূর্মুহূ আক্রমণের মুখে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে। দু’খেলা শেষে সিটি কর্পোরেশন ৬ পয়েন্ট লাভ করেছে। সমান খেলায় বিসিআইসি কোন পয়েন্ট পায়নি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলের সঙ্গে পার্কভিউ হাসপাতালের স্মারক চুক্তি