ডালডা, পাম অয়েল ও কাপড়ের রং ব্যবহার করে ঘি তৈরি

কাথরিয়ায় কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোটপাড়া গ্রামে চট্টলা ঘি নামে একটি ভেজাল কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক পক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাথরিয়া ইউপির কোটপাড়ায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। জানা যায়, বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোটপাড়া গ্রামে নাসির ম্যানশনে ডালডা, পাম অয়েল ও কাপড়ের রং ব্যবহার করে নিজ বাড়িতে ঘি তৈরি করছিলেন স্থানীয় নাছির উদ্দীন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয় এবং পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে দুই লাখ টাকা জরিমানা করেন।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, চট্টলা ঘি নামে একটি নকল ঘি কারখানার খবর পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে সিলগালা করে দেয়। এসময় মালিক পক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে বাজার মনিটরিং জোরদার হবে
পরবর্তী নিবন্ধশহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ