ডবলমুরিং থানা গাউছিয়া কমিটিকে আর্থিক সহায়তা

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিকেলে ব্যাপারি পাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে নগদ অর্থ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর শেষ যাত্রায় জাতি-ধর্ম নির্বিশেষে গোসল-দাফন-কাফন এবং স্নান ও অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে নিয়োজিত থাকা মহানগর গাউছিয়া কমিটির ডবলমুরিং শাখাকে নগদ ৫০ হাজার টাকা, মানসম্পন্ন পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এই সময় সমবেত স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের উদ্দেশে আজিজুর রহমান আজিজ জানান, গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন থানায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বগতি মোকাবেলায় সরকারি নির্দেশনা যাতে যথাযথভাবে পালিত হয় সে ব্যাপারেও উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। এই সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ডবলমুরিং থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আল কাদেরী, গাউছিয়া কমিটির ডবলমুরিং থানা করোনা টিমের আহ্বায়ক কাজী ফয়জুর রহমান, আব্দুল মালেক, মনির উদ্দিন মনি, সাহাবউদ্দিন সাবু, সানোয়ার টিংকু, রনি মির্জা, জালাল উদ্দিন পিন্টু, মো. শাহ আলম, মোবারক আলী, ইলিয়াছ রনি, নাজমুল হাসান বাহার উদ্দিন, জনি আলম, মো. রনি, এহতেসামুল আলম জিসান, তানজিদ বাবু, আব্দুর রহিম জিসান, ইয়াছিন আলী ইমন, নয়ন সামস, মো. মাহফুজ, ফারহান আসিফ, ইমন, মো. বাবুল, রাকিব রেজা, ইব্রাহিম আহাদ প্রমুখ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারবরণ দিবস স্মরণে তাঁর সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করে বাদ আসর স্থানীয় একটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব নাসিরাবাদে আফছারুল আমীন এমপির অনুদানের চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধদলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন