ট্রাফিক আইন মেনে চলি, ‘নিরাপদে বাড়ি ফিরি’

মুহাম্মদ সাজিদুল হক | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

আমরা প্রতিনিয়ত সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই করে যাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি সড়ক সব সময় নিরাপদ থাকে। বরং আমরা যারা সড়কে গাড়ি চালিয়ে থাকি বা ব্যবহার করি আমরা কতটুকু সড়ককে নিরাপদ রাখার চেষ্টা করি? সড়ক ব্যবহার যারা করছেন সবারই সড়ককে নিরাপদে রাখার দায়িত্ব বর্তায়। শুধু অদক্ষ চালক নয়। প্রায়শ আমাদের অসচেতনা, সামন্য ভুলের কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। আমরা কিভাবে রাস্তা পারাপার হবো, কখন মোবাইল ফোন কথা বলবো, কিভাবে গাড়ি পার্কিং করবো, ফুটপাত দখল, সড়কে হাটবাজার, কোথায় বাস দাঁড়াবে, আমি কিভাবে বাস থেকে নামবো, হেলমট না পরার প্রবণত, যাত্রী নেওয়ার ক্ষেত্রে বাস চালক প্রতিযোগিতা করা, ধীর গতি বাহন রিঙা চালকের আনাড়িপনা আমাদের সড়ক নিরাপদ না থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও পরিবহন সহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে দায়িত্ব যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রাইমারী ক্লাস ফাইভ পর্যন্ত সন্তানদের অভিভাবক স্কুলে দিয়ে আসেন। এইসব কোমল মতি শিশু শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে- সড়ক কে কিভাবে মানব জাতি নিরাপদে ব্যবহার করবেন। অর্থ্যাৎ, সড়ক পারাপার, কোন পথে কিভাবে সড়কে হাঁটবো, ট্রাফিক সিগনাল, মোবাইলে কথা বলা অবস্থায় সড়ক ব্যবহার নিয়মনীতি। সর্বোপরি প্রাইমারি শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা শিখানোর মধ্যেই পরবর্তী সুশৃঙ্খল মানব জাতিতে পরিণত করা। এছাড়াও বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার দিকে মনযোগ ও ঢেলে সাজানো প্রয়োজন।
এইবার আসি সড়ক নিরাপদ করার আন্দোলন প্রসঙ্গে- কোনো বাক্যটি সঠিক নিয়ে আমরা এগিয়ে যাবো। নিরাপদ সড়ক চাই? নাকি নিরাপদ গাড়ী চালক চাই। এই বাক্যটি? আমার মতামত ‘নিরাপদ গাড়ি চালক চাই’। এই স্লোগান নিয়ে সড়ক নিরাপদ রাখার আন্দোলন বা সচেতন করা উচিত মনে করি। আসুন সড়কে কিভাবে নিরাপদ থাকবো সেটা নিয়ে সচেতন হই অন্য কেউ সচেতন করি। আমরা প্রতিদিনই সুস্থ দেহ নিয়ে বাড়ি ফিরতে চাই। সড়ককে আমরাই নিরাপদ রাখতে পারি। আমরা আমার ও অন্যের নিরাপদের কথা ভেবে ট্রাফিক আইন মেনে নিরাপদে গাড়ি চালাতে অভ্যস্ত হই।

পূর্ববর্তী নিবন্ধকুসংস্কার ও জড়তা দূরীকরণে শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধআত্ম অনুভূতির অর্থহীন মেঘ ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীন