ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের মাদক ও সন্ত্রাসবিরোধী সভা

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা গত বুধবার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন পতেঙ্গা সী বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহেদ আলম মাস্টার, ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ইসরাফিল মজুমদার, ইন্সপেক্টর সাজেদুল ইসলাম, স্পিড বোট মালিক সমিতির সেক্রেটারি মুসা আলম, স্টেক হোল্ডার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়া হয় এবং মাদকের প্রতি জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করা হয়। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করে পতেঙ্গা সী বিচে পরিছন্নতা, শৃংখলা, মূল্যতালিকা টানানো, পর্যটকদের সাথে ভালো ব্যবহার, অতিরিক্ত মূল্য না রাখা ইত্যাদি বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পূজা মণ্ডপে ভূমিমন্ত্রীর অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধসম্মিলিত কর আইনজীবী পরিষদের আয়কর পরিপত্র শীর্ষক কর্মশালা