টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্যাট মেলার উদ্বোধন

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৩৫ অপরাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্যাট মেলার উদ্বোধন করেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় উপ-কমিশনার ফাতেমা খায়রুন নূর। সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় গতকাল বুধবার ব্যবসায়ীদের মাঝে অনলাইনে মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিলপত্র দাখিল সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করার প্রত্যয়ে ভ্যাট বুথ বসিয়ে ভ্যাট মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আবুল খায়ের, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগীয় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সহসভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, মো. লিয়াকত আলী, শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজগর আলী, দপ্তর সম্পাদক বক্কর বিন ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, যে সকল ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করছেন তাদের সবাইকে ভ্যাটের আওতায় আসতে হবে। এ বিষয়ে সমিতির নেতৃবৃন্দের নিকট সহযোগিতা কামনা করেন তিনি। যারা ভ্যাট দেওয়ার যোগ্য অথচ নিবন্ধনের আওতায় আসবেনা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিবন্ধনের আওতায় রয়েছে এমন কাউকে ভ্যাট অফিসে কেউ অন্যায়ভাবে হয়রানি করছে এমন অভিযোগের প্রমাণ আমাকে দিলে তাদের বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। সভাপতি আলহাজ্ব আমিনুল হক বলেন, করোনাকালীন ব্যবসায় মন্দা থাকায় আগামী ডিসেম্বর পর্যন্ত ভ্যাটের পরিধি না ভাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতালেবান শাসনকে স্বীকৃতি না দিতে আহ্বান বিরোধীদের
পরবর্তী নিবন্ধমোহাম্মদ ওমর ফারুক