টেক্সিতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ড

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ‘মেয়াদোত্তীর্ণ’ সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। তবে গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় আশপাশের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। জানা যায়, গতকাল বুধবার দুপুরে বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকার একটি গ্যারেজে মেরামত কাজ চলাকালীন সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, গতকাল দুপুরে বন্দর সেন্টার এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ধরনের মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারযুক্ত অটোরিকশাগুলোর বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে। এসব সিলিন্ডার যদি গ্যাস পাম্পে বিষ্ফোরিত হয় তাহলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে বিএনপিকে সরে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধপল্লী বিদ্যুতের তার থেকে বাঁশ সরাতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু