টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

আইপিএল শেষ করে দলের সাথে যোগ দিয়ে গতকালই বিশ্বকাপে খেলতে নামেন সাকিব আল হাসান। আর মাঠে নেমেই গড়লেন অনন্য এক কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব। গতকাল তিনি পেছনে ফেলে দিয়েছেন শ্রীলংকার পেস বোলার লাসিথ মালিঙ্গাকে। ১০৬ উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করা সাকিব নিজের তৃতীয় ওভারে রিচি বেরিংটনকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন মালিঙ্গার ১০৭ উইকেট। এক বল পরেই তিনি ছাড়িয়ে যান মালিঙ্গাকে। মাইকেল লিস্ককে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচাইতে বেশি উইকেট শিকারী হয়ে গেলেন সাকিব। ৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন মালিঙ্গা। সাকিব তাকে ছাড়িয়ে গেলেন ৮৯ ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশর বেশি উইকেট রয়েছে কেবল এই দুজনের। ৯৯ উইকেট নিয়ে শত উইকেটের অপেক্ষায় নিউজিল্যান্ডের টিম সাউদি।
গতকাল দুটি উইকেট নিয়ে আরও একটি মাইলফলকে পৌঁছে গেছেন সাকিব। সে সাথে গড়েছেন অনন্য একটি কীর্তিও। এই দুই উইকেট নিয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে সাকিবের উইকেট এখন ৬০০। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট শিকারি ২৩তম বোলার তিনি। তবে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব দেখালেন সাকিব। ৭০৫ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবার ওপরে ড্যানিয়েল ভেটোরি। তবে একটি জায়গায় সাকিব সবাইকে ছাড়িয়ে গেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট হাতে ১২ হাজারের বেশি রান করেছেন তিনি। ১২ হাজার রান আর ৬০০ উইকেটের এই বিরল কৃতিত্ব আন্তর্জাতিক ক্রিকেটে আর কারো নেই। শুধু তাই নয় ১০ হাজার রানও নেই আর কারও। সাকিবের পরে ৬০০ উইকেটের পাশাপাশি সবচেয়ে বেশি রান ভারতীয় কিংবদন্তি কপিল দেবের। ৬৮৭ উইকেটের সঙ্গে তার রান ৯ হাজার ৩১। তিনি অবশ্য টি-টোয়েন্টি খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি সবচেয়ে বেশি ৫৭৭ উইকেট দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধ১২ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার