টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কয় মাস আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। সে সিরিজের শেষটা অবশ্য সুখকর হয়নি। কারণ ভারতীয় দলের অধিনায়কের আচরণে হতাশ করেছিল সবাইকে। সে তিক্ত অভিজ্ঞতা ভুলে আবার বাংলাদেশে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সিলেটে পৌঁছেছে ভারতের নারী ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টিটোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতির অংশ হিসেবে এফটিপির বাইরে গিয়ে এই সিরিজ আয়োজন করা হচ্ছে। পাঁচ ম্যাচের এই সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে দিনের আলোয়। আর এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২ টায়। প্রথম টিটোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২৮ এপ্রিল। একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টিটোয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টিটোয়েন্টি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে। গত বছরের জুলাইয়ে ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। এর আগে গত সপ্তাহে আসন্ন টিটোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে তারা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে খেলতে পারেন সাকিব