জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে খেলতে পারেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব আল হাসান। তবে এই সিরিজের শুরুর দিকে বাংলাদেশ দল পাচ্ছে না তাকে। এই সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন এই অলরাউন্ডার। তবে জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে তাকে পাওয়া যাবে বলে আশা করছেন প্রধান নির্বাচক। চোখের সমস্যা নিয়ে ভারতে ২০২৩ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলেন সাকিব। পরে বিপিএল দিয়ে মাঠে ফিরেন তিনি। বিপিএল শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৫১ রানের সঙ্গে বোলিংয়ে নেন ৪ উইকেট। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে ফেরার কথা সাকিবের। তাই চট্টগ্রামে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পের ১৭ জনের দলে তাকে রাখা হয়নি। শুধু তাই নয়, ক্যাম্পের দল ঘোষণার পর গাজী আশরাফ সংবাদ মাধ্যমকে জানালেন, মূল সিরিজেও শুরুর দিকে সাকিবকে পাওয়া যাবে না। এ সময় তিনি ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে একদুইটা ম্যাচ খেলতে পারেন। এরপর আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকবেন তিনি। সেখানে কিছু ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর আমরা অবশ্যই চাইব শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটির মূল লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়া। তবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার এখানে না থাকলেও সমস্যা হবে না বলেই মনে করেন প্রধান নির্বাচক। হঠাৎ করেই দলে যোগ দিলেও টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয়, সে জানে কীভাবে দলের সঙ্গে মিশে যেতে হয়। এটা সমস্যা হবে না। কারণ আমাদের ৫টা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে। এরপর আমেরিকা গিয়ে কয়েকটা ম্যাচ খেলব। তাই বিশ্বকাপ শুরুর আগে অনেকগুলো খেলা। অনেকগুলো দিন আছে। যেগুলো একসঙ্গে তারা কাটাতে পারবে। আশা করছি আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে তাকে পাই তাহলে সেটা আমাদের দলের জন্য ভালই হবে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটে নাসিরাবাদের জয়লাভ