টিকা নিয়ে ফেরার পথে লাশ হলেন প্রকৌশলী

মোটরসাইকেল দুর্ঘটনা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

স্ত্রীসহ করোনার টিকা নিতে গিয়ে ফেনীর রানীরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার জামালপুর গ্রামের শংকর কুমার দে’র পুত্র রুবেল দে (৩২)। এ সময় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রুবেলের স্ত্রী সঞ্চিতা (২৪)। তাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল পেশায় প্রাইভেট কোম্পানিতে কর্মরত প্রকৌশলী ছিলেন। নিহতের স্বজন বাপ্পী দত্ত জানান, ছাগলনাইয়া থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের রানীর হাট বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে আরোহী রুবেল দে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত আরোহী স্ত্রী সঞ্চিতা রাণী ছাগলনাইয়া উপজেলার সহকারী প্রোগ্রামার। তাঁদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। শিশুকে বাসায় রেখে ওরা ফেনী সদর থেকে করোনা টিকা দিয়ে ফিরছিল। ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, ফেনী থেকে ছাগলানইয়ামুখী এক মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মাইক্রোবাসের সামনে অংশের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। তার মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সংঘর্ষের পর মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলায় ও শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধরিপোর্ট নেগেটিভ আসার একমাস পর টিকার দ্বিতীয় ডোজ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি : যা বলছেন ব্যবসায়ী নেতারা