টিকার প্রতি ডোজের দাম পড়বে ২৫-৩৭ ডলার

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৩২ পূর্বাহ্ণ

মডার্না তাদের কোভিড-১৯ টিকার প্রতিটি ডোজের দাম ২৫ থেকে ৩৭ ডলারের মধ্যে রাখবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল।
ক্রয়াদেশের পরিমাণের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ডোজপ্রতি টিকার ওই দাম নেওয়া হবে, জার্মান এক সাপ্তাহিককে তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “আমাদের ভ্যাকসিনের খরচ ফ্লুর টিকার মতোই, যেগুলো ১০ থেকে ৫০ ডলারের মধ্যে,” ব্যানসেল এমনটাই বলেছেন বলে জানিয়েছে জার্মান ওই সাপ্তাহিক।
যুক্তরাষ্ট্রের ১ ডলার বাংলাদেশি মুদ্রায় ৮৪ দশমিক ৭৪ টাকার সমান হলে মডার্নার প্রতি ডোজ কোভিড-১৯ টিকার দাম পড়বে ন্যূনতম ২ হাজার ১৮৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ১৩৫ টাকা। খবর বিডিনিউজের
টিকা সংক্রান্ত আলোচনায় সম্পৃক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা সোমবার জানান, ইউরোপীয় কমিশন মডার্নার সঙ্গে তাদের সম্ভাব্য টিকার কয়েক লাখ ডোজ ক্রয়ের একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে, যেখানে সরবরাহ করা প্রতি ডোজের দাম থাকবে ২৫ ডলারের নিচে।

পূর্ববর্তী নিবন্ধপেনসিলভেইনিয়ায়ও ট্রাম্পের ভোটের মামলা খারিজ
পরবর্তী নিবন্ধগুয়াতেমালায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হামলা