টাইগারপাসের দ্বিতল সড়কে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি

সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রাকৃতিক ঐতিহ্য ও প্রশান্তির জায়গা টাইগারপাসের দ্বিতল সড়কে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সিডিএকে সরে আসার দাবি জানিয়েছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের মুখপাত্র রিতু পারভী। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনুস ও অধ্যাপক শফিক হায়দার।

লিখিত বক্তব্যে বলা হয়, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্যান্য র‌্যাম্প এবং শহরময় আরও অসংখ্য র‌্যাম্প নিয়ে কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য এবং প্রশান্তির এই জায়গায় র‌্যাম্প না করার দাবি জানাচ্ছি। এই সিআরবিতেই অবস্থিত ঐতিহ্য ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক দ্বিতল সড়ক। এই সড়কের ওপর সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের প্রস্তুতি নিতে ছোটবড় গাছে দাগ দেয় কাটার জন্য। যার মধ্যে ছিল শতবর্ষী গাছ। এই সংস্থা কেমন করে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। দ্বিতল এই সড়ক অভিমুখে কোনো র‌্যাম্পের দরকার নেই বলে জানিয়েছেন স্বনামধন্য স্থপতি ও নগরপরিকল্পনাবিদেরা।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন পাঁচ শিক্ষক
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রামে ইসির সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময়