আজ চট্টগ্রামে ইসির সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময়

উপজেলা নির্বাচন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা আজ সকাল সাড়ে ১০টায় পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আঞ্চলের কক্সবাজার, তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি) ও চট্টগ্রাম জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। তৃতীয় ধাপে ভোটগ্রহণ ২৯ মে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৪র্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে। পরপর চার ধাপে চট্টগ্রামে ১৩ উপজেলায় ভোটগ্রহণের তফসিল ঘোষিত হয়েছে। বাকি আছে কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলা।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাসের দ্বিতল সড়কে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি
পরবর্তী নিবন্ধআজ ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী