চবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন পাঁচ শিক্ষক

চবি প্রতিনিধি | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রক্টর, প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক পদে পরিবর্তনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতেও রদবদল আনা হয়েছে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একসঙ্গে বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষককে। গতকাল মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রক্টরিয়াল বডিতে নবনিযুক্ত ওই পাঁচ শিক্ষকের নাম জানানো হয়। এর আগে ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে। নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধটাইগারপাসের দ্বিতল সড়কে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি