ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে সাইফুদ্দীন আহমদ আল হাসানী

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলে আন্তর্জাতিক সায়েন্টিফিক সিম্পোজিয়ামে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মাইজভাণ্ডারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। সিম্পোজিয়ামের বিষয় ছিলো ‘ইসলামি আইন ও বিধি বিধানে প্রিয় নবিজী (সা.) এর আদর্শ অনুসরণের গুরুত্ব’। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী তার বক্তব্যে বলেন, প্রিয় নবিজী (সা.) বলেছেন, তোমরা পবিত্র কোরআন ও আমার সুন্নাহ্‌কে আঁকড়ে ধরো। আবার এও বলেছেন, তোমরা পবিত্র কোরআন ও আমার আহলে বাইতকে (পরিবারকে) আঁকড়ে ধরে রাখো। তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এর অর্থ হলো, প্রিয় নবিজী (সা.) এর আহলে বাইত ও পবিত্র কোরআন হলো ইসলামী বিধান ও আইনের উৎস, যাদেরকে অনুসরণ করলে আমরা কখনো ভুল পথে যাবো না। আল্লাহ্‌ তায়ালা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধানের নির্দেশনা দিয়েছেন। এ বিধিবিধান নবিজী (সা.) এর সুন্নাহ্‌ থেকে এসেছে। প্রিয় নবিজী (সা.) এর আদর্শ ব্যতীত আমরা ইসলামী আইন বা বিধানের অস্তিত্ব কল্পনা করতে পারি না। তিনি অবিলম্বে ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর এরদোয়ান তুরাক এমরিস ক্যাটালকা। সভাপতিত্ব করেন গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ আর্কতুর্ক। সার্বিক পরিচালনায় ছিলেন, গাতালজা ইফতা কাউন্সিলের মুফতি আহমেদ মেহমেত আলি ওগলু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল কিশোর
পরবর্তী নিবন্ধচবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন পাঁচ শিক্ষক