আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল কিশোর

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল মঙ্গলবার গাছ থেকে আম পাড়তে গিয়ে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তার শরীরের ৯০ ভাগ ঝলসে গেছে। মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, সরকারহাট বাজার সংলগ্ন একটি দোকানে মোহাম্মদ সেতু (১৫) নামে এক কিশোর কাজ করে। গতকাল কাজের ফাঁকে সে তার কর্মস্থল সংলগ্ন একটি গাছে আম পাড়তে উঠে। আম পাড়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার বাড়ি ৩ নং মির্জাপুর ইউনিয়নের বর্মা টিলা এলাকায় বলে জানা গেছে। স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার এনাম উদ্দিন তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরমিন সামশু বলেন, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধআফতাবুর রহমান শাহীনের ত্যাগ বিএনপি আজীবন স্মরণ রাখবে
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে