টবে আগাছা

আবসার হাবীব | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

ফুলের টবে একটি আগাছা। টবের ফুলের গাছটিকে

সরিয়ে বেড়ে উঠছে। ব্যাপারটা পছন্দ হলো না।

উপড়েও ফেললাম না প্রতিবাদে।

আগাছার শিকড়ে টবের দেয়ালে ফাটল ধরেছে,

ধর্মেকর্মেঅধর্মে, রক্তের হোলি।

শিকড় অনেক গভীরে, টবের নীচে ছাদ ছুঁয়েছে

কেঁপে উঠলাম।

উপড়ে ফেললাম না প্রতিবাদে।

সেই থেকে ভয় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,

ভেতরে ভেতরে শিকড়ডালপাতার বিস্তারে

শিকড় সমেত উপড়ে না ফেলার ভুলগুলো

এখন ভেংচি কাটে, শাসায়

স্বদেশভূমিতে এক একটি আগাছা।

কেনো উপড়ে ফেললাম না প্রতিবাদে!

পূর্ববর্তী নিবন্ধএই তো সময়
পরবর্তী নিবন্ধচাটগাঁইয়া সঅজ পন্না: চট্টগ্রামি ভাষা শেখার আকর গ্রন্থ