এই তো সময়

আনোয়ার হোসেন পিন্টু | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

এই তো সময়

কোনো নারীর সযত্ন উদাসীনতার সামনে

দু’দুটো পায়ে খাড়া হব

অবিকল নষ্ট পুরুষের ভঙ্গিমায়।

বেইজ্জতি ইশারায় তুড়ির শব্দে

বন্দনা করে যাবে

চার আনার একরাশ স্তাবকতা।

এই তো সময়

কোমরের বেল্ট ফুঁড়ে টান টান মেরুদণ্ড

জাগে তীক্ষ্ণ ছুরির ফলায়!

ঘোর ঠাট্টায় পিতার তৈলচিত্রের পাশে

চোখ দেখে নেয় টিকটিকির প্রকাশ্য সঙ্গম।

এই তো সময়

ফায়ার বিগ্রেডের তুমুল ঘন্টায়

নিভে যায় তুষের আগুন

ভুল জীবনের ছোঁয়াচে জ্বরে

মানুষের দুঃখের মুখে

উড়ে যায় সিগারেটের ধোঁয়া।

এই তো সময়

কালকেতুর গরিব দাপটে

পকেটে পুরেছি আকাশ

চোরা বাতাসে নীল মশারির তলে

ভেসে আসে তীব্র আমিষ গন্ধ!

পূর্ববর্তী নিবন্ধশক্তিশূন্য
পরবর্তী নিবন্ধটবে আগাছা