জ্যৈষ্ঠ মাসের ফল

হুমায়ুন আবিদ | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

জ্যৈষ্ঠর দিনগুলো
ফলে ভরপুর
পাকা পাকা ফল খেয়ে
পাখি তুলে সুর।

পাকা আম জাম দেখে
জিভে আসে জল
ফল খেলে রোগ সারে
দেহে বাড়ে বল।

জামরুল, বেতফল
লিচু, লটকন
গাছে পাকা দেখেলেই
মন চনমন।

কাঁঠালের কোয়াগুলো
রসে টসটস
বার বার মন চায়
খেতে আনারস।

আতাফল, গাব, কাউ
ডেউয়া, তরমুজ
জ্যৈষ্ঠতে দেখা মিলে
খাওয়া হয় রোজ।

সোনাই বিলের মাছ
নুরুল ইসলাম বাবুল
সোনাই বিলে হাঁটু জলে
মাছ কিলবিল করে,
ছেলে-বুড়ো মিলেমিশে
মাছগুলো সব ধরে।

সকাল থেকে দুপুরবেলা
গড়িয়ে বিকেল হয়,
কেউ বা আসে কেউ চলে যায়
কেউ বা বিলেই রয়।

খলসে-পুঁটি দারকিনি-শিং
টেংরা-টাকি-কৈ,
খালুই ভরে মাছ পেয়ে সব
করে যে হইচই।

কেউ নিয়ে যায় নিজের বাড়ি
কেউ নিয়ে যায় হাটে,
সোনাই বিলের মাছ পেয়ে বউ
খুশি মনে কাটে।

পূর্ববর্তী নিবন্ধএলো ঋতুরানী বর্ষা
পরবর্তী নিবন্ধমেঘ গুড় গুড়