মেঘ গুড় গুড়

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
নামলো বুঝি বৃষ্টি।
ভিজছে বনের গাছগাছালি
কি অপরূপ সৃষ্টি।

হাওয়ার সাথে যায় ডেকে যায়
ভেজার আমন্ত্রণ।
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
বৃষ্টি ভেজায় মন।

মনটা উদাস কোন সে কারণ
বৃষ্টি নামের ভেলা।
মেঘ গুড় গুড় মেঘের সাথে
বৃষ্টি ভেজার খেলা।

পূর্ববর্তী নিবন্ধজ্যৈষ্ঠ মাসের ফল
পরবর্তী নিবন্ধবৃষ্টি শুধুই ঝরে