‘জ্যাক বাঁচতে পারতেন’, স্বীকারোক্তি ‘টাইটানিক’নির্মাতার

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কালজয়ী ‘টাইটানিক’ সিনেমায় ‘জ্যাক’ চরিত্রটির পরিণতি নিয়ে ২৫ বছর ধরে বহু বিতর্ক হয়েছে। এতদিন এই বিষয়ে নির্মাতা মুখ না খুললেও সমপ্রতি ন্যাশনাল জিওগ্রাফির এক অনুষ্ঠানে স্বীকার করলেন, ‘জ্যাক’ প্রাণে বেঁচে যেতে পারতেন। অনেকেই বলেছেন, রোজ চাইলে ‘জ্যাক’কে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে বাঁচাতে পারতেন।

অনেকের মতে ‘জ্যাক’ চরিত্রের প্রতি অকারণে নির্দয় হয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। সমপ্রতি ন্যাশনাল জিওগ্রাফির ‘টাইটানিক: ২৫ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন’এ ‘টাইটানিক’কে ঘিরে এতোকাল ধরে চলে আসা এই বিতর্কটিই নতুন করে যাচাই করেছেন ক্যামেরন।

তাই বিশেজ্ঞরা এই বিষয়ে একমত হয় যে সেই রাতে ‘জ্যাক’র মৃত্যু ঠাণ্ডা পানিতে ডুবে থাকার কারণে হওয়াটা যৌক্তিক। এরপরের পরীক্ষাটি ছিল দুজনই যদি ভেসে থাকা দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক বেঁচে যেতেন কিনা সেই বিষয়ে। দেখা গেছে, ‘জ্যাক’ ও ‘রোজ’ যদি দুজনেই দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক আরো কয়েক ঘণ্টা বেশি বাঁচতে পারতেন।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের ‘একগুচ্ছ’ সিনেমা নির্মাণে অনিশ্চয়তা!
পরবর্তী নিবন্ধশুভ-ফারিয়াকে ছাড়াই ‘ফুটবল ৭১’র শুটিং শুরু