জুনিয়র চেম্বারের ১০ বছর পূর্তিতে বর্ণিল আয়োজন

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ১০ বছর পূর্তি উদযাপিত হলো বর্ণিল আয়োজনে। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসেছিল ব্যবসায়ী নেতা, পেশাজীবী নেতা, নবীন-প্রবীণ বিনিয়োগকারী, উদ্যোক্তাদের মিলনমেলা। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ১০ বছরে নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে জেসিআই এগিয়ে গেছে অনেক দূর। ইতোমধ্যে জেসিআইর ১০ জন সভাপতি পেয়েছি আমরা। চট্টগ্রামে আছে প্রাকৃতিক সমুদ্রবন্দর। চট্টগ্রাম হচ্ছে দেশের প্রবেশদ্বার। চট্টগ্রামে জুনিয়র চেম্বারের অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, শেঠ গ্রুপের এমডি সোলায়মান আলম শেঠ প্রমুখ। খবর বাংলানিউজের।

আরও বক্তব্য দেন-জেসিআইর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট, সাবেক সভাপতি রাইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ, মো. গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, অসীম কুমার দাশ, শহীদুল মোস্তফা চৌধুরী, টিপু সুলতান সিকদার প্রমুখ।

জেসিআইর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট বলেন, ১০ বছর পূর্তি। সুন্দর জার্নি করেছি আমরা। জুনিয়র চেম্বার এমন সংগঠন যেখানে ৫ হাজার সদস্য আছে। প্রতিটি জেলায় জুনিয়র চেম্বার চাই। এটা আমার স্বপ্ন। তরুণদের জীবনমান উন্নয়নে কাজ করে জেসিআই। তরুণদের জন্য ১০ কোটি টাকা খরচ করেছি আমরা। জেসিআই সভাপতি শান শাহেদ বলেন, চট্টগ্রামে বিনিয়োগের বড় ক্ষেত্র আছে। কিছুদিন আগে আমরা ইয়ুথ সামিট করেছি। সেখানে উঠে এসেছে চট্টগ্রামে অপার সম্ভাবনার নানা দিক। প্রপার গাইডলাইন দরকার নতুন বিনিয়োগকারীদের জন্য। তরুণ জনগোষ্ঠীকে সুযোগ দিতে হবে। লিডারশিপ হচ্ছে চলমান প্রক্রিয়া। অনুষ্ঠান শুরু করা হয় জাতীয় সংগীত দিয়ে। এরপর ১০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। প্রদর্শিত হয় জেসিআইর দশ বছর ও ইয়ুথ সামিটের ওপর তথ্যচিত্র। ছিল কালারফুল সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

পূর্ববর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির স্মরণ সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মোটরসাইকেল চোর আটক