চবি সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির স্মরণ সভা

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র ও শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিনসহ প্রয়াত প্রাক্তনীদের স্মরণে এক স্মরণ সভা চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মো. জহিরুল আলমের স্বাগত বক্তব্য ও জামিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে প্রয়াত সদস্যদের স্মরণ ও সংগঠনের উপদেষ্টা এ জে এম জাহাঙ্গীর আলমের দোয়া পরিচালনার মাধ্যমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলী। বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মো. ওবায়দুল করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা রোকসানা ইসলাম রীতা, সিরাজুল ইসলাম আনসারী, রাশেদ মনোয়ার, প্রাক্তন সাধারণ সম্পাদক শাহরিয়ার খালেদ, সহসভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, কাজী মাহমুদ ইমাম বিলু, শাহজাহান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন প্রয়াত প্রফেসর গাজী সালেহ উদ্দিনের কন্যা মৌসুমি ও সফিউল আলম মন্টুর কন্যা ডা. মিথুন। উপস্থিত ছিলেন প্রয়াত শফিক আহমেদ, হালিমা খাতুন, সাইফুল্লাহ চৌধুরীসহ অন্যান্য প্রয়াত প্রাক্তনীদের পরিবারের সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতিসহ সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রফেসর গাজী সালেহ উদ্দিনসহ প্রয়াত সদস্যগন এ সমিতি গঠনে যে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন সে অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর চারিয়ায় জোড়-ইজতিমা পরিদর্শনে ব্যারিস্টার আনিসুল এমপি
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের ১০ বছর পূর্তিতে বর্ণিল আয়োজন