জীবন থেকে নেয়া প্রকৃত শিক্ষা

রেখা নাজনীন | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

উপযুক্ত চেয়ারে বসতে না পারলে, জীবনে কেউই মূল্য দেয় না। এমনকি আপন রক্তের মানুষও অবহেলা করে। ভাই, বোন, বন্ধু, স্বজন সবাই দূরে সরে যায়। তাই প্রতিটি ছাত্রছাত্রীর উচিৎ একটা সম্মানিত চেয়ারে বসতে পারার জন্য অক্লান্ত চেষ্টা করা এবং অবশ্যই সময়ের মূল্য দেওয়া। আর চেয়ারে বসতে পারলে, অন্যকে সম্মান দেওয়ার শিক্ষাটা আমরা যেন কখনোই ভুলে না যাই। মনে রাখতে হবে, নিজের সম্মান তখনই বাড়বে, যখন অন্যকে সম্মান প্রদর্শন করবো। তাই, চেয়ার বা কেদারা শুধু একটি শব্দ বা বস্তুই নয়। পদ, পদবী, সম্মান। এর ব্যাপক অর্থ সময় থাকতেই উপলব্ধি করতে হবে আমাদের। সে সম্মান অর্জনের মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ ও সফলতা ।

পূর্ববর্তী নিবন্ধইউছুপ আলী : মানবতাবাদী ও সমাজহিতৈষী
পরবর্তী নিবন্ধশিক্ষিত নারীরাই গড়ে তুলবে সমৃদ্ধ সমাজ