জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক

নগর মহিলা দলের সভায় বক্তারা

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগমের সভাপতিত্বে গতকাল রাত ৮টায় মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর মহিলা দলের সভানেত্রী সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের সাবেক নগর কমিটির সহ-সভানেত্রী কাউন্সিলর পদপ্রার্থী অ্যাড. পারভিন আক্তার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা বেগম মনি বলেন, কঠিন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছেন এবং দেশের তলা বিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়েছেন। তাই বাংলাদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়াকে এখনো স্মরণ করে। সভাপতির বক্তব্যে গোলজার বেগম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নেতা পেত না। তিনি ছিলেন বাংলাদেশের একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা আঁখি সুলতানা, নগর মহিলা দল নেত্রী পারভিন চৌধুরী, শামছুন্নাহার, আলতাজ বেগম, আফসানা বেগম, জাহানারা বেগম, আলিমা, কমলতানিয়া, সুরাইয়া বেগম আকাশি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনোয়াখালী সমিতির অভিষেক