জিততে চাইলে লড়তে হয় একাই

সাইফুল্লাহ কায়সার | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

জিততে চাইলে লড়তে হয় একাই! জীবনে নানা প্রতিকূলতা থাকবেই। জীবন মানেই কণ্টকাকীর্ণ পথ। তাই বলে কি থেমে থাকা যাবে? একদমই না আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। পৃথিবীর সূচনালগ্ন থেকেই, সমাজের সকল মানুষ যেমন এক নয়, ঠিক তেমনিভাবে সমাজের সকলের মনমানসিকতাও এক নয়। কেউ আপনার ভালো কাজে উৎসাহ দিবে, কেউ বা আবার বিপদের সঙ্গী হয়ে পথে কাঁটা বিছাবে। মনে রাখতে হবে যে পরিশ্রম কখনো বিফলে যায় না। অধিক পরিশ্রম করলে কমবেশি, অন্তত কিছু একটা পাবেন। কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম।

জীবনে যদি অন্যের জন্য ভাব, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরও বহুগুণে ফিরিয়ে দিবে।

আল্লামা জালালউদ্দিন রুমি (.) বলেছেন– “জীবনের বোঝাগুলো হাসি মুখে স্বাচ্ছন্দ্যে বয়ে যাও, কারণ ধৈর্যই হল একমাত্র চাবি যা দিয়ে কেবল তুমি এটা জয় করতে পারবে।” পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও তুমি হবে বিজয়ী কারণ আল্লাহ সব সময় সৎ পরিশ্রমীদের সাথেই থাকেন।

পূর্ববর্তী নিবন্ধঅপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ চাই
পরবর্তী নিবন্ধযুগস্রষ্টা নজরুল