জায়গা পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

রাউজানে প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহমেদ বলেছেন, আস্তে আস্তে আমাদের জমির পরিমাণ কমছে, আমরা যদি বহুতল ভবনের দিকে যেতে পারি এক সাথে অনেক ভূমিহীন মানুষকে আশ্রয় দিতে পারব। কারা সত্যিকারের গৃহহীন আমাদের খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের জন্য আশ্রয়স্থল করে দেয়ার যে স্বপ্ন দেখছেন তা আমাদেরকে স্বচ্ছ ও আন্তরিকতার সাথে দেখে বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে। গতকাল বুধবার তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে পশ্চিম রাউজান আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করতে এসে এসব কথা বলেন। পরিচালক প্রস্তাবিত এলাকা ঘুরে দেখে রাউজান স্থানীয় মহিলা মাদরাসা মিলানায়তনে মতবিনিময় সভা করেন। এখানে ভূমিহীনসহ এলাকার জনপ্রতিনিধিদের বক্তব্য শুনেন। উপজেলা প্রশাসন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট আলী আহসান, এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম। বক্তব্য দেন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, হারুনুর রশিদ টিপু, নুরুল আবছার বাশি, লায়ন সাহাবুদ্দিন আরিফ, কাউন্সিলর শওকত হাসান প্রমুখ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান রাউজান থেকে প্রথমে চার তলা ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল। পরে স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শে ৪৩ শতক জায়গায় ৬তলা ভবনের প্রস্তাব পাঠানোর হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শোয়েব খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার প্রক্রিয়া চলছে