জামেয়া সুন্নিয়া মাদরাসায় বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ/মুজিববর্র্ষ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার মাদরাসার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বপালন করেন উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক মুহাম্মদ আবদুস সবুর। সহযোগিতায় ছিলেন এস,এম, ওসমান গণি ও শিক্ষার্থী মুহাম্মদ ফয়সাল আহমদ, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ‘বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়’। আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশমাতৃকায় জীবন উৎসর্গকারীদের। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোটেল রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা আজ
পরবর্তী নিবন্ধ১৫ চালক ও ব্যবসায়ীকে সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা