জামায়াতের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার পৃথক দুটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম নগরীর নায়েবে আমির শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামীর ১০৯ জনের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিন এ আদেশ দেন।

মহানগর পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়ে গেছে। আগামী ২১ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চার্জগঠনের আগে আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন করলে তা নাকচ করে দেওয়া হয় বলেও জানান মহানগর পিপি। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালি থানাধীন এস এস খালেদ রোড এলাকায় নাশকতার ঘটনা ঘটে।

এতে আট পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানার তৎকালীন এসআই রুহুল আমিন বাদী হয়ে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধঅপহৃত রিকশাচালক হাটহাজারীতে উদ্ধার
পরবর্তী নিবন্ধআজ বাঁশখালীতে ১১দিনব্যাপী আন্তর্জাতিক কুম্ভমেলা শুরু