জাপানি গাড়ির দর উঠেছে মাত্র ৪ লাখ টাকা!

কাস্টমসের নিলামে ১৭৮ দরপত্র জমা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে গতকাল নিলামে উঠেছে ৯ জাপানি গাড়িসহ বিভিন্ন ধরণের ১০০ লট পণ্য। ১০টি গাড়ি নিলামে তোলা হবে জানিয়ে গত রোববার ক্যাটালগ প্রকাশ করেও শেষ মুহূর্তে সিলভার কালারের টয়োটা ব্র্যান্ডের প্রভোক্স গাড়ি নিলাম থেকে প্রত্যাহার করা হয়। কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আগের নিলামে গাড়িটির একটি ফাইল এখনো অমীমাংসিত রয়েছে। তবে বাকি ৯টি গাড়ির মধ্যে ৬টিতে মোট ১৫টি দরপত্র দরপত্র জমা পড়েছে। এরমধ্যে চট্টগ্রামে জাপানি টয়োটা ব্র্যান্ডের সাদা কালারের একটি গাড়ির দাম উঠে মাত্র ৪ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে কাস্টমসে তোলা ১০০ লটে চট্টগ্রামে দরপত্র জমা পড়েছে ১৬৪ এবং ঢাকায় পড়েছে ১৪টি।
গতকাল কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া জাপানি টয়োটা ব্র্যান্ডের সিলভার কালারের প্রভোক্স গাড়িটির দাম ধরা হয়েছিল ১৮ লাখ ৬৪ হাজার ৮২৯ টাকা ৪৩ পয়সা। তবে নিশান ব্র্যান্ডের সাদা কালারের গাড়িতে সর্বোচ্চ ৫টি দরপত্র জমা পড়েছে। গাড়িটি বিক্রিতে কাস্টমস সংরক্ষিত দাম ধরে ৩৫ লাখ ৯৪ হাজার ৬৮০ টাকা ৭৩ পয়সা। চট্টগ্রামে গাড়িটির সর্বোচ্চ দাম উঠেছে ২৮ লাখ ১ হাজার টাকা। অন্যদিকে টয়োটা ব্র্যান্ডের সাদা কালারের গাড়ির দাম উঠেছে ৪ লাখ ১০ হাজার টাকা। গাড়িটির সংরক্ষিত দাম ধরা হয়েছে ১১ লাখ ২৬ হাজার ১১৫ টাকা ৭০ পয়সা। টয়োটা ব্র্যান্ডের সিলভার কালারের গাড়িটির দাম উঠেছে ৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা। গাড়িটির সংরক্ষিত দাম ধরা হয় ২০ লাখ ৩০ হাজার ৬৯ টাকা ১০ পয়সা। টয়োটা ব্র্যান্ডের কালো রংয়ের গাড়িটিতে তিনটি দরপত্র জমা পড়ে। এরমধ্যে সর্বোচ্চ দর উঠে ১৭ লাখ ২২ হাজার টাকা। গাড়িটি বিক্রিতে সংরক্ষিত দাম ধরা হয় ২৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ টাকা। অন্যদিকে টয়োটা ব্র্যান্ডের নেভি কালারের মাইক্রোবাসের লটে একটি দরপত্রও জমা পড়েনি। কাস্টমস গাড়িটি বিক্রির জন্য সংরক্ষিত দাম ধরেছিল ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা ৭১ পয়সা। টয়োটা ব্র্যান্ডের নোহা গাড়িটিতে দুটি দরপত্র জমা পড়ে। এরমধ্যে সর্বোচ্চ দর উঠে ২২ লাখ ২০ হাজার টাকা। গাড়িটি বিক্রিতে কাস্টমস সংরক্ষিত দাম ধরে ৩৫ লাখ ৩৩ হাজার ৫২৩ টাকা ৬২ পয়সা। অপরদিকে টয়োটা ব্র্যান্ডের পিকআপের লটে তিনটি দরপত্র জমা পড়ে। এরমধ্যে সর্বোচ্চ দর উঠে ১১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। নিশান ব্র্যান্ডের মাইক্রোবাস ও টয়োটা ব্র্যান্ডের অপর গাড়ির লটে দরপত্র জমা পড়েনি। গাড়ি দুটিতে কাস্টমস সংরক্ষিত দাম ধরে যথাক্রমে ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা ৫৩ পয়সা ও ১৭ লাখ ৮৬ হাজার ৭৭৬ টাকা ৯৪ পয়সা।
গাড়ি ছাড়াও নিলামে তোলা হয়েছে, সালফিউরিক এসিড, টেক্সটাইল কেমিক্যাল, এমপিইটি ফিল্ম, ড্রাগন ফল, গার্মেন্টস ফেব্রিক্স, ফুটওয়্যার, টাইলস, হ্যাঙ্গার, থান কাপড় বা কাটা কাপড়, জিংক অক্সাইড, সুইচ সকেট, স্টিল ট্যাংক ফ্রেম, জেন্টস আন্ডারওয়্যার, পেপার ট্যাগ, কাটিং ব্লেড, প্লাস্টিক বাকল, আর্টিফিশিয়াল লেদার বেল্ট, রাইচ মিলের যন্ত্রাংশ, গজ রিবন, চাল কলের যন্ত্রপাতি, হ্যান্ড গ্লোভ, মিনারেল ওয়াটার, রাসায়নিক পদার্থ, টিউব লাইট, ফ্লাড লাইট, ক্যাপিটাল মেশিনারিজ, ল্যাবরেটারি পণ্য, হোস পাইপ, ফ্লোর ম্যাট, বেবি ডায়াপার, গাড়ি ও প্রিন্টার অ্যাকসোসরিজ, বাদাম, ক্লিয়ার শিট গ্লাস, হুইল চেয়ার ও মেডিকেল পণ্য, সিকিউরিটি ট্যাগ ও প্লাস্টিক বোতল।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আল আমিন দৈনিক আজাদীকে বলেন, বন্দর ইয়ার্ড খালি করার জন্য আমরা নিয়মিত নিলাম কার্যক্রম পরিচালনা করছি। আজ (গতকাল) ৯টি জাপানি গাড়িসহ ১০০ লট পণ্য নিলামে তোলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষককে দেখে ৯৯৯-এ ফোন, পরে গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধসাদা বাঘিনীর ঘরে হলুদ-কালো শাবক