জানুয়ারিতেই উন্মুক্ত করে দেয়া হবে কালারপোল সেতু

কাজ পরিদর্শনকালে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত ১২ বছরে পটিয়ার যোগাযোগ খাতে আমুল পরিবর্তন হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ছোট-বড় অনেক রাস্তা ও সেতু সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়িত হয়েছে। শেখ হাসিনার সরকার ১২ বছরে পটিয়ায় সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছে। যার কারণে পটিয়ার দৃশ্যপট পাল্টে গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই কালারপোল সেতুটি যানবাহন চলাচল ও যাতায়াতের জন্য উম্মুক্ত করে দেয়া হবে। গতকাল শুক্রবার বিকেলে ৭৮ কোটি টাকা ব্যয়ে কৈয়গ্রাম সেতুর পশ্চিম অংশে সংযোগ সড়ক এবং ৬৩ কোটি টাকা ব্যয়ে কালারপোল সেতুর চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, এস ডি মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, আবদুল আল হারুন, এম এ রহিম, হাবিবুল হক চৌধুরী, সাজ্জাদ হোসেন, সামশুল ইসলাম, মিজানুর রহমান, হাজী ওসমান গনি, বদিউল আলম তুষার, আজিমুল হক, আমিনুল ইসলাম খাঁন টিপু, মাহবুবুল হক চৌধুরী, বুলবুল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে নির্বাচন
পরবর্তী নিবন্ধবিশ্ব ডাক দিবস আজ