জাতীয় সংবিধান দিবসে ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সভা

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:০৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং ১৯৭২-এর সংবিধান শীর্ষক আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধান প্রণেতা তাঁর অন্যান্য সহযোগী এবং ৩০ লক্ষ শহীদের আত্মদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। যে দিবসটি দীর্ঘ ষোল বছর আমরা একা উদযাপন করতাম সেই ৪ নভেম্বর আজ সরকারিভাবে পালিত হচ্ছে।

গত শুক্রবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা আয়োজিত সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দেবব্রত সরকার দেবু, বিএফইজের যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, প্রফেসর ড. আলাউদ্দিন, হাসান মনসুর, হেলাল উদ্দিন যুব, আসাদুজ্জামান খান। মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রুকসানা পারভিন, মিথুন মল্লিক, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, হাবিবউল্যাহ চৌধুরী ভাস্কর, এ কে এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, রাজীব চৌধুরী রাজু, সুচিত্রা চৌধুরী টুম্পা, মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস,মো. সাজ্জাদ উদ্দিন, আজমীরুল ইসলাম, সাজ্জাদ হোসেন তালুকদার, সাজ্জাদ বিন সাফা রিফাত, মো. শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন খোকন, এম হামিদ হোছাইন, অ্যাডভোকেট তশরিফুল ইসলাম, কাজী মো. গোলাম সরওয়ার, মো. এমরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপর্যাপ্ত পানি সরবরাহ ও ভুতুড়ে বিলসহ নানা অভিযোগ গ্রাহকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের দুই দিনব্যাপী বই উৎসব আজ শুরু