জাতীয় শিশু দিবসে চবি প্রশাসনের কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় জামে মসজিদ ও ক্যাম্পাসস্থ সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। চবি বঙ্গবন্ধু চত্বরে প্লে গ্রুপ থেকে ৩য় শ্রেণি : ‘উন্মুক্ত’ এবং ৪র্থ ও ৫ম শ্রেণি : ‘স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব
পরবর্তী নিবন্ধ‘কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার’