‘কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার’

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) কৃষিবিদ নাসির উদ্দীন বলেছেন, সরকার কৃষিবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষককের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। কৃষক সমাজ হাড় ভাঙ্গা পরিশ্রম করে খাদ্য উৎপাদন না করলে দেশের মানুষ খাদ্য সমস্যার সম্মুখীন হতো। এই বিষয় অনুধাবন করে সরকার কৃষিখাতে ভর্তুকি প্রদান করেছে। মৌসুমের সময় প্রনোদনা প্রদানের মাধ্যমে কৃষকদের কৃষি কাজে উৎসাহ ও আগ্রহী করে তুলছে।

গত মঙ্গলবার হাটহাজারীতে সফল কৃষক ও উপসহকারী কৃষি কর্মকতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা বলেন, প্রযুক্তি আর কৃষকের ঘাম যদি একত্র হয় তাহলে কৃষিক্ষেত্রে দেশ পাল্টে যাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন ম জিয়াউল হক বোরহান উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাহমুদা আক্তার, অরূপ কুমার বড়ুয়া, কৃষক মনছুর শাহ, আশু তোষ দে, প্রকাশ কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শিশু দিবসে চবি প্রশাসনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা যুবকগোষ্ঠীর ব্যাডমিন্টন কমিটি গঠিত