জাতীয় পতাকার স্ট্যান্ডে ঝুলে যুবকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

জাতীয় পতাকার স্ট্যান্ডের রশিতে ঝুলে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোল চত্বরের অভ্যন্তরে থাকা জাতীয় পতাকার স্ট্যান্ডের রশিতে আত্মহত্যার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
অজ্ঞাতনামা ওই যুবক নেশাগ্রস্ত হতে পারে জানিয়ে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বলেন, জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর স্ট্যান্ডের ঝুলন্ত রশিতে ঝুলে ওই যুবক আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে যুবকটি নেশাগ্রস্ত বলে আমাদের প্রাথমিক ধারণা। যদিও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গোল চত্বরের অভ্যন্তরে প্রবেশ করেন ওই যুবক। গোল চত্বরটি বিভিন্ন ব্যানার ও বিজ্ঞাপন বিল বোর্ডে ঢাকা। ফলে বাহির থেকে গোল চত্বরের ভিতরে সবকিছু দৃশ্যমান নয়।
চমেক হাসপাতালের আনসার কমান্ডার খাইরুল ইসলাম জানান, গোল চত্বরে বেশ কয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। চত্বরের ভিতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্য ওই যুবকের কাছে বিভিন্ন তথ্য জানতে চান। আনসার সদস্যের কাছে ওই যুবক তার বাড়ি ময়মনসিংহ এলাকায় এবং ভারি গাড়ি চালান বলে জানান। তবে চত্বরের ভিতরে প্রবেশের পর ওই যুবক কী করছিলেন, তা আর কেউ খেয়াল করেননি। বাহির থেকে তেমন দেখাও যায় না। পরে ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে ওই যুবককে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধযোগ্য ও সাহসীদের নিয়ে নতুন কমিশন গঠনের পরামর্শ
পরবর্তী নিবন্ধঘাতক পিকআপ চালক ঢাকায় গ্রেপ্তার