জাটকা রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম

পাথরঘাটায় সভায় বক্তারা

| রবিবার , ৯ মে, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

জেলে মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার পাথরঘাটা জেলে পাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি।
বিশেষ অতিথি ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলে প্রতিনিধি তরণী মোহন দাস ও জনি দাশ প্রমুখ। সভায় ফারহানা লাভলি বলেন, জাটকা রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। সরকার ১ নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন, ক্রয় বিক্রয় পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে। ইলিশ উৎপাদনে সরকার গৃহীত কর্মসূচি যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভা শেষে পাথরঘাটা ওয়ার্ডে ২২৫ জন জেলে পরিবারকে পরিবার প্রতি এপ্রিল, মে মাসের ৮০ কেজি করে ১৮ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে দুটি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবলুয়ার দিঘীর খানকায় খতম তারাবির আখেরী মুনাজাত আজ