জলিল টেক্সটাইল মিল পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কমিটি

শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

২০০৪ সালে বন্ধ হওয়া সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ জলিল টেক্সটাইল মিল শ্রমিকদের পাওনা পরিশোধে গঠিত কমিটির কর্মকর্তারা গতকাল সোমবার কারখানা পরিদর্শন করেছেন। সকাল ১১টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন তদন্ত টিমের কর্মকর্তারা। শ্রমিক নেতৃবৃন্দরা জানান, ২০০৪ সালে মিলটি সরকার বন্ধ ঘোষণা করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। পরবর্তীতে মিলটি ব্যক্তি মালিকাধীন হলেও শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায়নি। সম্প্রতি সরকার এ মিলটি পুনঃঅধিগ্রহণ করে। আর শ্রমিকদের পাওনা নির্ধারণের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। গতকাল বন্ধ এ টেঙটাইল মিলটি পরিদর্শনে আসেন কমিটির কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বস্ত্র) মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, উপসচিব (বস্ত্র-৩) আলমগীর হোসেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, জলিল টেঙটাইল মিলস ওয়ার্কস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মছি-উদ দৌলা, সহ সভাপতি মোহাম্মদ সিদ্দিক, সেক্রেটারি আবুল কাসেম ও সহকারী সচিব (বেওবি) মো. নাছির উদ্দিন। ওয়ার্কস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মছি-উদ দৌলা বলেন, মিলটি বন্ধ হওয়ার সময় ১ হাজার ৭৩ জন শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। এর মধ্যে ৩২২ জন শ্রমিক অনাহারে অর্ধহারে মারা গেছেন। যারা বেঁেচ আছেন তারাও অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। তবে পাওনা পরিশোধে গঠিত কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, শ্রমিকদের পাওনা আদায়ে প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে কর্পোরেট ক্যারিয়ার এক্সপো শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধলোটাস কর্পোরেশনের তিনজনকে ৫ মাসের সাজা