লোটাস কর্পোরেশনের তিনজনকে ৫ মাসের সাজা

ঋণের টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৮০ টাকা আত্মসাতের একটি জারি মামলায় মেসার্স লোটাস কর্পারেশনের তিনজন অংশীদারকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। তারা হলেন মো. হাসান, মো. মহসিন ও মো. সেলিম। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ১০ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৮০ টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগে ২০২০ সালের ২৭ আগস্ট মেসার্স লোটাস কর্পোরেশন ও এর অংশীদারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মূলত ঋণের টাকা শোধ না করাই উক্ত তিনজনকে এ সাজা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলিল টেক্সটাইল মিল পরিদর্শনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কমিটি
পরবর্তী নিবন্ধবেশি দামে পণ্য বিক্রি ৫ ব্যবসায়ীকে জরিমানা