জলপিপি

শাহ্‌ নাজ পারভীন | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আকাশের ওপাশটায় কী আছে?
আরেকটা আকাশ, তার-ও পর আরেকটা!
খুব ইচ্ছে করে দু’হাতে মেঘগুলোকে সরিয়ে দেখে আসতে
আগে ঝিল পুকুরের জলের দিকে একমনে তাকিয়ে
একদল জলপোকার জলের ওপর অনায়াসে
আঁকিবুঁকি কেটে খেলা করা দেখতাম
আর মনে মনে ভাবতাম,
আমিও যদি জলপিপি হতে পারতাম!
যতদূর মনে পড়ে আমার অবচেতন মনের
চাওয়াগুলোতে আমি কখনও মানুষ হতে চাইনি
মানুষ হবার কষ্ট, মানুষ হতে না পারার ব্যর্থতা
মানুষ হবার দায় আমি নিতে চাইনি কখনও

আমি সকালের নরম রোদ হতে চেয়েছিলাম
সবুজ ঘাসে উড়ে বেড়ানো কোন ঘাস ফড়িং
জলপিপি নীলমেঘ বাবলার ডালে ঝুলে থাকা
সুতোকাটা হলুদ ঘুড়ি অথবা নীলকন্ঠ কোনো পাখি
কতবার মনে মনে পাহাড়ি
খরস্রোতা নদী হয়ে কুলকুল বয়ে গেছি
শুধু মানুষ হতে চাইনি কখনও!

পূর্ববর্তী নিবন্ধসবকিছুই খোলা! শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া কি যায় না!
পরবর্তী নিবন্ধআমরা কি স্মৃতিভ্রষ্ট জেলিফিশ