জনগণের সম্পদ পতেঙ্গা সৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মু সেকান্দার খান বলেছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত জনগণের সম্পদ। সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের। সেখানে জনগণের প্রবেশাধিকার রুদ্ধ করা যাবে না। যার যার ব্যবসা সে করুক, আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু জনগণের প্রবেশ বন্ধ করা যাবে না।

তিনি গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পতেঙ্গা সমুদ্র সৈকত বাণিজ্যিক ভিত্তিতে ইজারা প্রদানে সিডিএর উদ্যোগকে নাগরিক স্বার্থ ক্ষুণ্নকারী পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করা হয়। এর প্রতিবাদে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর মু. সিকান্দার খান উপরোক্ত মন্তব্য করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া। শাহরিয়ার খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহমেদ জিন্নুর চৌধুরী, প্রকৌশলী এবিএম এ বাসেত, তাসলিমা মুনা প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১২ কিমি দীর্ঘ সুড়ঙ্গ সড়কের পরিকল্পনা, নভেম্বরে কাজ শুরুর আশা
পরবর্তী নিবন্ধএকাদশ কমিউনিকেশন সামিট সম্পন্ন