জনগণের প্রতি দায়বদ্ধতার অভাবেই দেশের বর্তমান সংকট

কৃষকদলের সভায় আবু সুফিয়ান

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, গত ফেব্রুয়ারি মাসেই এলপি গ্যাসের দাম বেড়েছে। এক মাস না গড়াতেই আবারও ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। মানুষের জীবনযাপন চরম বিপর্যয়ে পৌঁছেছে। কিন্তু সরকার এসব নিয়ে কোনো কাজই করছে না। বরং অনির্বাচিত সরকারের মন্ত্রী এমপিরা বড় বড় কথা বলছেন, উন্নয়নের জোয়ার দেখছেন। টিসিবির পণ্য ক্রয়ের জন্য মানুষের যে দীর্ঘ লাইন, তা প্রমাণ করে দেশ এখন মহাসংকট ও দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। আর এসব হচ্ছে অবৈধ ভোট ডাকাত আওয়ামী সরকারের কারণেই। জনগণের প্রতি দায়বদ্ধতা আর জবাবদিহির অভাবেই দেশের এই সংকট।
গতকাল শুক্রবার দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা কৃষকদলের উদ্যোগে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, কাজী মো. সালাউদ্দীন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল নেতা নাসিরুল কবির মনির, নুরুল আমিন তালুকদার, জাহেদ উদ্দিন বিপ্লব, নাসিম উদ্দিন সিকদার, কাউসার কমিশনার, জসিম উদ্দিন মুন্সী, মো. বেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের নেতা মইনুল হক চৌধুরী, জাফর আহমেদ, মো. মারজান, মো. রহিম উল্লাহ, জামাল উদ্দিন, মো. হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বন্দি রেখে দেশ পঙ্গু করে দেয়া হচ্ছে